আঁখি ভরে কভু দেখেনি বিশ্ব, তবু গায় জীবনের গান
বর্ণীব আজ তারি বর্ণন, পদ্মলোচন নাম
জনমের কালে এ কি ছিল হায়, অক্ষিপুট দুটি বন্ধ
যৌবনে এসেও চোখ খোলেনি, তাই সে জন্মান্ধ      
জানিনা তোমার অপার লীলা, এ কেমন সৃষ্টি  
নয়ন শুধু দিয়েছ প্রভু, দাওনি তো দৃষ্টি  
মন দিয়েছ সুশীল সৃজন, কণ্ঠে  সরস্বতী
নিজের ঘর অন্ধকারে, জ্বালায় পরের ঘরে বাতি
গান গেয়ে তার অর্জিত হয়, পায় যত টুকু ধন
গরীবের কাজে বিলায়ে দেয়, এত পবিত্র মন
তেলা মাথায় তেল দিয়ে যায়, অনেক লোকেই আছে
পদ্মলোচন কামময় নয়, দেখে প্রেমময় চোখে  
গান গেয়ে যায় করুন সুরে, নয়নে ঝরে বারি
'মিত্তি কাঁটায় মাপলে কারো, পাল্লা যেন না হয় ভারি'
বাহিরের ভুবন বুঝে নেয় সে, অন্তরে অনুভবে  
কাতর বিনতি তার, হে প্রভু, আমি ভুবন দেখবো কবে ?  
অন্তরে আঁকে সুন্দর পৃথিবী, সে যে মরীচিকা হায়
স্বার্থপরের পৃথিবী দেখবে, যদি কভু দেখতে পায়
তবু মিনতি হে দয়াময়, সাড়া দাও তার ডাকে
আলোতে থাকুক, আঁধারে থাকুক, চির সুখী করো তাকে    
**********************************