তুমি শাশ্বত তুমি নিত্য
তুমি নির্মম তুমি সত্য
তুমি জীবনের সেই শেষ দুয়ার…
যার মধ্য দিয়ে পার হতে হয় সবার।
তুমি কান্নার তুমি ঘৃণার
তুমি ভয়ের তুমি নিরাকার
তুমি সেই জীবন রেখা…
যাকে একবার পার করলে
কেউ ফিরে আসেনা আর।
তুমি ছল তুমি ছায়া
তুমি অদৃশ্য তুমি মায়া
তুমি সেই থাবা…
তুমি গ্রাস করেছো আবাল বৃদ্ধ বনিতা।
তুমি কালছিলে, তুমি আজও আছো
ভবিষ্যতেও থাকবে, তুমি রবে যুগে যুগে
তুমি সেই নিরন্তন…
অবিরত বয়ে চলেছো সারাক্ষণ।
তুমি দিয়েছ কষ্ট দিয়েছ অশ্রু
কেড়ে নিতে পার প্রান শরীরকে দিতে পার ছুটি
তুমি যতই ক্ষমতাশীল হও…
তুমি কোনদিন মুছেদিতে পারবে না,
কবির কলমের সৃষ্টি।