মানুষ'তো মরে গেলে সে তো বোঝা যায়
মনুষ্যত্ব মরিল কবে বোঝা বড় দায়
বিবেকে ধরিলে পচন দেখিতে না পায়
কেমনে মলম লাগায় সেই পচন জায়গায়?

মানুষের জীবন আজ বড় অসহায়
কেহ থাকে রাজপ্রাসাদে কেহ পড়ে রাস্তায়
পশু পশুকে মারে পেটের জ্বালায়
মানুষ মানুষকে মেরে আখের গোছায়।

মানুষ শ্রেষ্ঠ জীব বিজ্ঞানে'তে কয়
মানুষ সদা দেয় যেন সেই পরিচয়
শ্রেষ্ঠত্ব যেন শুধু জৈবিকে না হয়
মনেপ্রাণে মনুষ্যত্ব যেন সদা জেগে রয়।
=============================

আখের= স্বার্থ