থাকিব না চিরদিন যেতে হবে নিশ্চই
কাজেই যেন হয় আমার আসল পরিচয়
পেয়েছি অনেক কিছুই দিয়েছি ক্ষীণ
চলে যাব ধরা থেকে থেকে যাবে ঋণ
যাহা কিছু অর্জিত আছে আমার নামে
কিছুই যাবেনা সাথে সব রবে ধরাধামে
যত দিন বেঁচে আছি এই সুন্দর ভুবনে
দিয়ে যাব প্রান পণ দীন দুঃখী জনে
অনেকে কেটেছে দাগ আমার হৃদয়ে
অনেকে দিয়েছে ব্যাথা সময় অসময়ে
যাবার আগে যেন হয় মধুর মিলন
রাগ ক্ষোভ আক্রোশ হোক সমাপন
এসো বন্ধু কোলাকলি করি মন ভরে
বাকী জীবনটা কাটুক একে অপরের তরে
চল করি সবে মিলে সুন্দর সমাজ গঠন
কখন কে যে চলে যাব টুটবে বন্ধন
জন্মেছি মানুষ অঙ্গে বড় হয়েছি মানুষের সঙ্গে
মানুষেরই তরে যেন আমার কাটে এ জীবন
============================