মনকে যদি দেখা যেত
নিজের মুখের মতো
হাজার মলম ফুরিয়ে যাবে
ভরবেনা তার ক্ষত    

মনের ভিতর মন বাসনা
মনকে বোঝায় কে
সেই তো হবে মনের মানুষ
মনকে বোঝে যে

মনকে ভাঙ্গে মনের মানুষ  
জুড়বে কিসে তাকে    
দাগ থেকে যায় সংযোগে
যেমন ভাঙ্গা কাঁচে

মন চাইবে তাকে কাছে
যে অপরূপ সাজে
বিবেক দিয়ে খুঁজে নিও  
যে তোমাকে বোঝে  
=================