মায়ের নিয়ে লিখব কি আর
আমি নিজেই মায়ের লেখা
ঈশ্বর আমি দেখিনি কভু
আমি পেয়েছি মায়ের দেখা।
হাজার দুঃখের সুখের ঠিকানা
শুধু মায়ের কোলে পাই
মায়ের মতো ডাক্তার আজও
কোথাও খুঁজে আমি না পাই।
যত রকম শিক্ষা আছে
জীবন চলার যার যা
স্কুলের গণ্ডি না পারলেও
প্রথম শিক্ষা গুরু যে মা।
জীবনের পথে চলতে গিয়ে
পেলাম অনেক আশা নিরাশা
তোমার কাছেই পেলাম শুধু
স্বার্থ হীন ভালোবাসা।
আমি তোমায় বোকা ভাবতাম
কিছু নাই তোমার ঘটে
নিজের খাবার বিলিয়ে দিতে
থাকতে খালি পেটে।
ঘড়ি তোমার ছিল না কভু
তবু সময় হতো না পার
ঠিক সময়ে আমায় তুলে দিতে
পড়ার জন্য ভোর চারটার।
তুমি মা ছিলে ত্রিনয়নী
জিনিস খোঁজার ভার সব তোমার
বোনের ফিতে আমার জুতো
বাবার ঘড়ি আর চশমার।
মরণের আছে অনেক রাস্তা
জনমের তো একটাই
বারে বারে যেন মাগো
তোমার গর্ভেই জনম পাই।
মাতৃ স্নেহের মধুর স্মৃতি
আজ ভাবি অশ্রু জলে
বিশ্ব ভুবন যেন মাগো
পাই তোমার চরণ তলে।
মাতৃ দিবস পালন শুধু
কেবল হয় একটি দিনে
এক মিনিটও কেমনে কাটে
মাগো তোমার স্নেহ বিনে।
==================