লড়াই হোক, কিন্তু জাতের জন্য নয়
লড়াই হোক ভাতের জন্য

লড়াই হোক, কিন্তু ধর্মের জন্য নয়
লড়াই হোক কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য

লড়াই হোক, কিন্তু সিটের জন্য নয়
লড়াই হোক সত্যের জন্য, সম্প্রীতির জন্য

লড়াই হোক, কিন্তু রাজ সিংহাসনের জন্য নয়
লড়াই হোক রাজ্যবাসির জন্য

লড়াই হোক, কিন্তু স্বার্থের জন্য নয়
লড়াই হোক স্বাস্থের জন্য শিক্ষার জন্য
  
লড়াই হোক, কিন্তু নেতার বিরুদ্ধে নয়
লড়াই হোক নীতির বিরুদ্ধে

লড়াই হোক, কিন্তু এলাকা দখলের নয়
লড়াই হোক পানীয় জলের জন্য

লড়াই হোক, কিন্তু জীবন মরণের নয়
লড়াই হোক জীবন জীবিকার জন্য

লড়াই হোক, কিন্তু হাতিয়ার দিয়ে নয়
লড়াই হোক বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে বিবেক দিয়ে,
লড়াই হোক মানবিকতা দিয়ে
=======================/=====