পৃথিবীর আহ্নিক গতির ঘূর্ণনের মাঝে
একদিন হারিয়ে যাব আমি
রয়ে যাবে কিছু স্মৃতি মনের অতলে গহ্বরে
বিদায় নেব অশ্রু নয়নে শবদেহ হয়ে শ্মশানগামী।
তখন আমার থাকবে না আর কোন শত্রু
জীবনের যুদ্ধে পরাজিত হয়ে বড়ই ক্লান্ত
সকল যন্ত্রণার অবসান আমি ছাড়া আমার শরীর
পড়ে রবে নির্বাক হয়ে ধরণীর বুকে আঁখি যুগল শান্ত।
তখনো পাখিরা গাইবে গান…
বাতাসের আলপনা ছুঁয়ে যাবে আমার গায়
গোধুলীর রক্তিম ছটাগুলো তখনও থাকবে আকাশে ভেসে
প্রকৃতির লাশের সঙ্গে সহাবস্থান হবে কুণ্ডলীকৃত ধোঁয়ায়।
কত আশা, কত ভালোবাসা, কত নিরাশার আঁখি
কত চাওয়া পাওয়া, কত কৌতূহল সব রয়ে যাবে বাকী
যত হাসি খেলা, মায়া মমতার, সব হবে অবসান
হৃদয় আকাশে শুধু রবে ছবি হয়ে, আজ যত কিছু আঁকি।
=============================