যদি আসতেই চাও…
তবে যাওয়ার চিন্তা করে এসো না।
আর যদি যেতেই চাও…
তাহলে আমার জীবন নিয়ে আর খেলো না।
আবার, গিয়েও যদি ফিরে আসতে চাও…
তবে একা নয়, এসো দুজনে।
আমিও দেখতে চাই
আমাকে ত্যাগ করেছিলে কিসের কারণে।
না না তুমি ভুল ভাবছো…
তোমাকে ফিরিয়ে নেবো না
আশীর্বাদ দেবো, সুখে থেকো জীবনে।
হয়তো তুমি স্বপ্নে আসবে
আমাকে জ্বালাতন করবে।
সে আর কদিন?
যতদিন না তোমার কোল আলো করে
আসছে কোন নবীন।
ততদিন...
***************************