রাজনীতিতে হবে যেদিন বন্ধ উপার্জন
অধিকাংশই রাজনীতি ছেড়ে করবে পলায়ন
ভোটের আগে হাজার বুলি করবে উন্নয়ন
জিতে গেলেই তুমি তো আমার নয়গো আপনজন

কষ্টে যদি অশ্রু ঝরে ভরে দু’নয়ন
নিজের হাতেই চক্ষু মুছো বাঁচবে যতক্ষণ
অপর যেদিন আসবে মুছতে ছোঁবে তোমার মন
তোমায় নিয়ে ব্যবসা করবে জানবে সারাক্ষণ

বিবেক যদি জেগে থাকে দাও তার সম্মান
প্রতিবাদে রুখে দাঁড়াও যদি হয় কেউ অপমান
সবাই আছি ফুটো নৌকায় সাধু আর শয়তান
হাত জোড় করে মিনতি করি এবার জাগো হে জনগণ  
=============================