সেই যে তুমি আসছি বলে গেলে চলে
আজও কিন্তু তুমি এলে না ফিরে
আমি  পথ চেয়ে আছি সেই থেকে।
আসলে কি জানো
আমি সহজে ভুলে যেতে পারি না
তুমি কি সুন্দর ভাবে ভুলে আছো!
আর ভুলে যেতে পেরেছ বলেই
তুমি সুন্দর ভাবে বেঁছে আছো ।
আমি ভুলতেও পারছি না
আর তোমাকে দেওয়া কথা ফেলতেও পারছি না
তাই বেঁচেও  আছি মরে।

এই মায়া জিনিসটা বড্ড খারাপ
বড় ব্যাথা দেয়  হৃদয়ে
যেখানে তোমাকে পাবো না জেনেও
বসে আছি দীর্ঘ পথ চেয়ে।
একবার ভেবেছিলাম…  
স্লেটে আঁকা ছবির মতো মুছে দিই
সব স্মৃতিগুলোকে
ধুয়ে দিই বালিতে লেখা নামের মতো।
ঘর যখন পুড়ে গেছে
তখন ছাই মাপা অর্থহীন
মায়া বাড়িয়ে লাভ কি?
তাই থাকতে ছেয়েছিলাম তোমায় ভুলে।
কিন্তু যত বারেই ভুলতে চেয়েছি তোমাকে  
তত বারেই তোমায় পড়েছে মনে
মন অনেক আন্দলিত হয়েছে
বার বার ফিরে এসেছ মনের জানালায় ছায়া ফেলে।

খুব জানতে ইচ্ছে করে…
কখনও কি কাটিয়েছ তুমি বিরহের রাত?
কখনও কি পড়েছে মনে
একদিন আমার হাতে রেখেছিলে তোমার হাত।
ব্যাথার স্মৃতি ফিরে এসে
ঝরেছে কি তোমার দুচোখে কখনও বেদনার জল?
জ্বলেছে কি আমার মতো
তোমার বুকেও দুঃখের অনল?

হয় তো আমি পাব না উত্তর
তবু আশা জাগে
অলস সময় গুলো কেটে যায়
তোমার স্মৃতি ঘেঁটে।
এক জন হয়তো চাইছে চির মুক্তি
অন্য জনের বুক ভেঙ্গে যায়
তবু ধরে রাখার জন্য সাজায় হাজার যুক্তি।  
পুড়ছে হৃদয় আজ কয়লার আঁচে
যুগে যুগে ভালোবাসা হয় তো এভাবেই আছে বেঁচে।  
============================