হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে খেলা
হারিয়ে যাচ্ছে শালুক ফুল গোলাপ ফুলের মেলা।

হারিয়ে যাচ্ছে গল্প শোনা দাদু ঠাকুমার কাছে
হারিয়ে যাচ্ছে বাল্য বন্ধু অগাধ পড়ার চাপে।

হারিয়ে যাচ্ছে প্রনাম সেলাম গুরুজন’দের দেখে
হারিয়ে যাচ্ছে নিজের আচার পরিযায়ী আচারে মজে।

হারিয়ে যাচ্ছে কৈশোর জীবন যন্ত্রের কারসাজে
হারিয়ে যাচ্ছে অমূল্য সময় মোবাইলে মুখ গুঁজে।
  
হারিয়ে যাচ্ছে মাটির গন্ধ ইট পাথরের চাপে
হারিয়ে যাচ্ছে ভাতের স্বাদ সার-ঔষধ আর বিষে।

হারিয়ে যাচ্ছে রঙিন আলোয় জ্যোৎস্না রাতের সুখ
হারিয়ে যাচ্ছে মুখোসের আড়ালে মানুষের আসল মুখ।
  
হারিয়ে গেছে অনেক কিছুই সময়ের গতি ধারায়
মনুষ্যত্ব যেন বেঁচে থাকে জীবন পরম্পরায়।  
==========================