[৭]  ।। নাগরদোলা ।।  
জন্ম থেকে দুলছি এই বিশাল নাগরদোলায়-
খুঁজে পেলাম না আজও এর দড়ি বাঁধা আছে কোথায়।  

[৮]  ।। মাতোয়ারা ।।
আনন্দে পেখম মেলে ময়ূর নৃত্য করে-  
সমাজের নির্লজ্জতার রূপ দেখে জ্ঞানী ভিন্ন রাস্তা ধরে।

[৯]  ।। স্থানান্তর ।।    
জীবনের মুল্য বাড়াতে পারো শুধু জায়গা বদল করে-  
যেমন কুড়ি টাকার জল বিক্রি হয় একশ টাকায়, বিমানবন্দরে।  
  
[১০]  ।। পরোপকারের ইচ্ছা ।।    
চাঁদ পৃথিবীকে আলোকিত করে-
পরের ধন বিলিয়েও মন পাওয়া যায় যদি ইচ্ছা থাকে পরোপকারে।  

[১১]  ।। শূন্য হাত ।।    
বৃথায় বল সব আমার আমার-    
ভেবে দেখ, যেটুকু সময় কাটাচ্ছ ধরাধামে কেবল সেই টুকুই শুধু তোমার।

[১২]  ।। শেষ খেয়া ।।    
আলোর পরিভ্রমণে বেড়েগেছে ছায়া-
জীবনের গোধূলি লগ্ন নিকটে ছেড়ে দিতে হবে সব মায়া।

====================================