[১] ।। ব্যাথা হীন।।
বড় ব্যাথা মানুষের জীবনে-
দেখ কেমন শান্তিতে শুয়ে আছে নিশ্চিন্তে কবরের ভেতর কফিনে।
[২] ।। চিরসত্য।।
ভবিষ্যতের তরে-
মৃত্যুর অতীতকে বয়ে বেড়াচ্ছি সারা জীবন ধরে।
[৩] ।। দহন ।।
প্রচণ্ড আগুন লেগেছিল, দমকল ডাকা বৃথা -
পুড়ে শেষ হওয়ার আগেই কেঁদে ভিজিয়ে দিলাম সব লেলিহান শিখা।
[৪] ।। প্রিয় কবি।।
অনেক কবিকে পেলাম জীবনের চলার বাঁকে-
তবুও, আমি সেই কবিকে খুঁজছি যে কবিতায় ছবি আঁকে।
[৫] ।। জীবন যুদ্ধ।।
লক্ষ শুক্রাণুকে হারিয়ে যখন জন্ম নিয়েছ এই ভবে-
তখন হাজার জীবানুকে হারিয়ে তুমি বেঁচে থাকবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
[৬] ।।পথের দিশারী ।।
কালো মেঘে ঢাকা আকাশ, কপালকে দুমড়ে তাকিয়ে আছি সামনের দিকে-
ঘোর অন্ধকারের নির্জন রাস্তায় দূরে একটা আলো দেখে মনে হল নিশ্চয় কোন কবি আসছে।