জানিনা তুমি আমায় ভালবেসেছিলে কি না…
কিন্তু বিয়ে করেছিলে
তাই আজও আমি তোমার স্ত্রী
তুমি নির্মমে'র মতো
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলে।
জানিনা কোন সুপ্ত বাসনা
জেগেছিল তোমার মনে
আমি হয়ে ছিলাম পথের কাঁটা
সেই দুইয়ে'র মাঝখানে।
তবুও আজ আমি তোমার নামে
সিন্দুর পরি
মঙ্গল কামনায় ব্রত রাখি তোমার নামে।
আমি একদিনও ভাবিনি যে
তুমি আমায় ঠকিয়েছ
বা আমি ঠকেছি তোমার কাছে,
তোমার ছলে
নিশ্চুপ থেকে তোমার সই করা
ডিভোর্স পেপারে আমি সই করেছি
তুমি মুক্তি চেয়েছিলে বলে
আঁচল ভিজিয়েছি চোখের জলে।
আমি তোমায় অন্তর থেকে ভালবেসেছিলাম
শরীর তো ধর্ষক'রাও পায়
পবিত্র মন বিনে।
আমি তোমায় বসাবো না,
তাদের সঙ্গে এক আসনে।
তুমি যে এনে ছিলে আমায় অগ্নি সাক্ষী মেনে,
ভালবাসাহীন জীবনে।
ডিভোর্স টা আজ হয়ে গেল মন থেকে…
সুপ্ত পাখি'টা আজ উড়ে গেল চলে
শুধু তুমি আমার ভালবাসার
যোগ্য ছিলে না বলে।
সেটা তুমি আজ আরো একবার প্রমান করে দিলে
আদালতে গিয়ে বাচ্চার দাবি নিয়ে।
তুমি তৈরি থাকো…
আঘাত দিতে যখন কুণ্ঠাবোধ কর'নি মাতৃ দুধে
শেষ বারের মতো দেখা হবে
তোমারই আদালতে।
তবু বলে রাখি…
আমি আজও চেয়ে ছিলাম তোমার পথে।
আমিতো তো রাজি ছিলাম
তোমায় সাগর দিতে
কিন্তু, আজ তুমি কত অসহায়
তুমি দাঁড়িয়ে আছো নেওয়ার জন্য
চামচ হাতে।
=====================================
।। এই কবিতাটি আমার '' মঞ্জরী " কবিতার বইতে প্রকাশিত (২০২০)।।
=======================================