কবি হবো বলে কবিতা লিখি
বা সাহিত্যিক হবো বলে গল্প লিখি
কিংবা বিজ্ঞানী হবো বলে
অনুসন্ধানে ডুবে থাকি
এই ভাবনা থেকে বহু ক্রোশ দুরে আমার উপস্থিতি ।
এটা একটা অন্যরকম নরম আনন্দ
একটা সৃষ্টি সুখের অনুভুতি
একটা একলা মনের নির্জন সুখ।
যেমন সুখ অনুভিতি হয়...
সন্তানের প্রথম বাবা ডাকে
যেমন সুখ অনুভুতি হয়...
মেয়ে শশুরবাড়ি থেকে এসে যখন প্রনাম করে বোলে
বাবা আমি খুব ভালো আছি।
কিংবা ধরুন কোন ক্ষুধার্তকে…
কিছু খেতে দিলাম ক্যামারা ছাড়ায়
লোক চক্ষুর অন্তরালে।
সে পরম আনন্দে খাচ্ছে
আর আমি বসে বসে দেখছি
সেই পরমসুখ।    
এই সুখ কিছু করার মাধ্যমে
কিছু উদ্ভাবনের মাধ্যমে
কিংবা কিছু সৃষ্টির মাধ্যমে সুখ লাভ করা
এই সুখ বড়ই আশ্চর্যের অনুভুতি
বড়ই দুর্লভ প্রাপ্তি।
==========================