কে খুলিবে দোর বন্ধ দুয়ার মোর,
আমি যে শিক্ষিত বেকার।
শিক্ষা করি সমাপন দেশে করিয়া ভ্রমণ,
লাঞ্ছিত বার বার।
বিনিদ্র রজনী লয়ে আঁখি দাঁড়ায় পাঠ্য বইয়ে,
স্বপ্নে ভরা মন।
চাহিয়া আকাশ পানে ভাবিয়া আপন মনে,
হাতে লয়ে বিঞ্জাপন।
হেথা নয় হেথা নয় অন্য্ কোথাও,
রুদ্রস্বরে কহে দরোয়ান।
পেটে নিয়ে খিদে বুকে নিয়ে জ্বালা,
বেকারের রাত্রি যাপন।
যেতে হবে দূর দেশে ক্লান্ত মনে অবশেষে,
ছাড়িয়া স্বজন।
ক্ষীণ আশার আলো ঘেরিযা আঁধার কালো ,
নিস্তেজ প্রদীপ যেমন।
হাজার বেকার আজি ঘুরিতেছে যে যার সাজে,
বহুরুপির জীবন।
নিঃশব্দ ছটপটানি বেকারের হৃদয় খানি
খাঁচায় বন্দী বিহঙ্গ যেমন।
বেকারে উঠিয়াছে নাম ধরো হাত ডান বা বাম,
প্রবাহমান বেকার জীবন।
কে ধরিবে হাল ছিঁড়িয়াছে নৌকার পাল,
যুদ্ধ জীবন-মরণ।
হইয়া স্বপ্ন ভঙ্গ ভসিতেছে বেকার আজি,
প্লাবনে শুষ্কপত্র যেমন।
==============================