পোষা কুকুর ব্যাঙ্গ করে  
ওরে নেড়ির দল
জীবনটা গেল রাস্তায় ঘুরে
কেমন আছিস বল।

দেখো আমি কেমন আছি  
ঠাণ্ডা ঘরে শুয়ে
তোরা ঘুরিস রাস্তায় রাস্তায়
খাবার না পেয়ে

ফিরে এসে নেড়ি বলে
এটা তোর সুখ?
লাজ লজ্জার মাথা খেয়ে
আবার করিস মুখ

স্বজাতি’কে ঠাট্টা করিস
বিজাতি’কে পেয়ে
লজ্জা করেনা দাঁত বারকরে
আবার আসছ ধেয়ে

তুইতো আছিস বন্দি হয়ে
গলায় বেল্ট পরে
শিকল বাঁধা রইলি খাঁচায়
সারা জীবন ধরে।

চাইনা আমি এমন সুখ
পরাধীন জীবন নিয়ে
স্বাধীন জীবন আছি বেশ
রাস্তায় রাস্তায় ঘুরে।

তুই থাক তোর জীবন নিয়ে
ঠাণ্ডা ঘরে শুয়ে
মুক্ত ভুবন অনেক ভালো
বদ্ধ ঘরের চেয়ে
==============