হাজার বার ফোন করেছি…
তুমি ফোন তোল নি।
কত চিঠি লিখেছি…
জবাব তুমি দাও নি।
কত বিনিদ্র রজনী কাটিয়েছি,
শুধু তোমাকে স্মরণ করে।

এই প্রেম যে ঈশ্বরের সৃষ্টি
চাতক পাখির মতো ছটপট করেছি আমি
যদি পায় দু’এক ফোঁটা বৃষ্টি।

সেই পরলে রজনীগন্ধার মালা…
আমার হাতে পড়ন্ত বেলায়,
যাবার বেলা শেষ বিছানায়।  
অশ্রু নামিয়ে আনলে আমার চোখের কোনায়।
একবারও তুমি জানতে দিলে না…
ক্যান্সার বাঁসা বেঁধেছিল তোমার রক্ত কনায়।

আমি তোমায় কত ভুল বুঝেছি
কত চিঠি লিখেছি নোংরা ভাষায় রাগের মাথায়।
তখন আমি বুঝতে পারিনি…
এত ভালোবাসা লুকিয়ে ছিল তোমার নীরবতায়।

আজ বড্ড অপরাধী মনে হচ্ছে নিজেকে…
এখন তুমি বলতে পারো
ক্ষমা চেয়ে চিঠি লিখবো তোমার কোন ঠিকানায়।
********************************