প্রিয় খোকা,
আমার ভাঙ্গা চশমাটা আজও পাল্টাতে পারিনি
তোমার স্বপ্ন পূরণ করার তাগিদে
তোমার চোখ দিয়ে বিশ্ব দেখবো এই ছিল আমার খিদে
সব সম্পত্তির মায়া ত্যাগ করে শুধু আঁকড়ে ছিলাম তোকে
তোমার মায়ের অবশিষ্ট মঙ্গল সুত্র
আর মাথা গোঁজার বাড়ীটা বাদে।
তুমি, তোমার মায়ের একটা স্তন মুখে নিয়ে,
অন্য স্তনে হাজার বার লাথি মেরেছ
তোমার মা একটুও কষ্ট পায় নি,
সুখের অনুভুতি নিয়ে আরও জড়িয়ে আদর করেছে তোমায়
সাত রাজার ধন মানিক আমার বলে।
আমার কাঁধে চড়ে যত বার লাথি মেরেছ বুকে
তত বার আমি সুখ পেয়েছি তোমায় আদর করে
আজ বড্ড কষ্ট অনুভব হচ্ছে আমাদের বুকে…
যখন তোমরা গেলে চলে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে ।
সম্মুখে বলতে পারলাম না তোমরা কষ্ট পাবে বলে,
লিখে গেলাম তাই হৃদয় থেকে অশ্রু জলে
এই দিন যেন ফিরে না আসে তোমাদের অন্তিম কালে।
তখন আমরা থাকবো না হয়তো এই বৃদ্ধাবাসে,
চলে যাবো কালের নিয়মে না ফেরার দেশে।
যেদিন চলে যাবো এই পৃথিবীর বন্ধন ছেড়ে কিছুই নেবো না সাথে
সেদিন তুমি ভাসবে সুতো কাটা ঘুড়ি খোলা আকাশের নীচে
যদি মনে পড়ে তাকাবে নীলাকার মহাশূন্যের দিকে
দেখবে আমরা আছি হাজার গ্রহ নক্ষত্রের সাথে মিশে।
==============================