ভবের হাটের সুসজ্জিত পশরা’য়  
ভাবের ঘরে কখন কে যে সিঁদ কাটে,
বোঝা রড় দায়।  
পর্ণকুটিরের স্নিগ্ধ ভালোবাসা ভুলে,
অট্টালিকার হাতছানিতে মন হারায়।

পাগল মন ললাটের লিখন-
মনকে সন্তুষ্ট রাখা রড় দায়!  
বনফুলের সৌন্দর্য’কে অবহেলা করে,
টবে ফোটা ফুলের দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে,
অপরের ঝোলা বারান্দায়।

লাগাম টেনে মনের-
ক্লান্ত পাখি মতো’ সন্ধ্যায়-
অবশেষে ফিরে আসি আপন নিরালায়
সব কিছু ভুলে জ্যোৎস্না ভেজা বনফুলের অপূর্ব শোভায়,    
আবার ডুবে যায় হৃদি মাঝে মহুলের মদিরায়।
==============================