খেয়ে নিয়েছ জমি বাড়ী পুকুর
খাচ্ছ তুমি ইট পাথর বালি
শেষ করেছ  বই খাতা আর শিক্ষা  
তবু তোমার পেটটি যেন খালি।

খাচ্ছ তুমি হাজার হাজার চাকরি
তবু তোমার মন ভরেনা আজও
চিবিয়ে খাচ্ছ তরুন তরুণীর  মাথা
কাক হয়ে তুমি ময়ূরের মতো সাজো।

খাচ্ছ তুমি তোলা বাজির  মধু
চোক থাকতেও অন্ধ কানাই রাজা
বিড়াল তপস্যী  সাজো ক্ষণে ক্ষণে
মাথা চাপড়ে মরছে দেশের প্রজা।

জানি তোমার মিটবে না আর খিদে
সইতে হবে তোমায়  খিদের জ্বালা
ভাত রুটিতে না যদি ভরে পেট
তবে তোমার বিদায় নেওয়ার পালা।
==========================