গুনীর কথার মান দিলিনা টাকার গর্ব দেখাস ক্ষণ
বিলিয়ে অর্থ চাটলি মধু পর হল তোর আপনজন
নিজের মা'কে দিলিনা কদর পরের গাইলি গুণগান
নিজের বংশের শেকড় ছিঁড়ে পরগাছা হয়ে খোয়ালি মান।
পরের চোখের জল ঝরিয়ে বাড়িয়ে ছিলি নিজের ধন
আসল ধনের তল পেলিনা ক্ষুদ্র যে তোর নিজের মন
শেষের দিনে সব আছে তোর পাশে নাই রে আপন জন
হাসপাতালে থাকলি পড়ে টেনে নিয়ে গেল সরকারী ডোম।
=================================