[৭] ।। ব্যাথার রসদ।।
আবেগ প্রতিশ্রুতি আকাঙ্ক্ষা
হৃদয়ে-
ব্যাথা পাওয়ার অন্যতম রসদ।
[৮] ।। ভিতর বাহির ।।
শরীরের-“কু” ভেতরে যতক্ষণ
পবিত্র-
বাইরে বেরোলেই গন্ধ ছড়ায়।
[৯] ।। বোধোদয় ।।
শিল্প সংস্কৃতি সাহিত্য
বোধোদয়-
সমাজের সঠিক পথের দিশারী।
[১০] ।। একনিষ্ঠ কর্মী।।
লাভ ক্ষতি খাতা
কলম-
বিশ্বস্ত কাজের লোকের ভুমিকা।
[১১] ।। যুদ্ধ ।।
লক্ষ শুক্রাণু পরাজিত
বিজয়ী-
যুদ্ধ সৃষ্টি থেকে শেষ।
[১২] ।। সাক্ষী ।।
উকিল মোকদ্দমা বিচারালয়
বিচারপর্বে-
সিসি ক্যামেরা নিরপেক্ষ সাক্ষী।
===================