[১] ।। ভালোবাসার অঙ্ক ।।
ভালোবাসা চিরন্তন সত্য
সময়ে-
সমানুপাতিক বা ব্যাস্তানুপাতিক হয়ে যায়।
[২] ।। অমূল্য ধন ।।
জ্ঞানীর অমূল্য ধন
জ্ঞান-
নিশ্চিন্ত চুরির ভয় নাই।
[৩] ।। দুশ্চরিত্র ।।
বাগানের মধু সংগ্রহকারী
মৌমাছি-
সমাজের চোখে চরিত্রহীন ব্যাক্তি।
[৪] ।। উলটো পুরাণ ।।
নিজের সন্তানের চাওয়া
আদর-
রাস্তার ছেলের ক্ষেত্রে হ্যাংলা।
[৫] ।। মৃত্যুচেতনা ।।
হতাশা অবসাদ যন্ত্রণা
মৃত্যুচেতনা-
গভীরভাবে কাছে টেনে আনে।
[৬] ।। প্রগতি ।।
মোবাইল ল্যাপটপ ইন্টারনেট
প্রগতি-
বিবেকবোধ ধীরে ধীরে তলানিতে।
========================