তোমার নাড়ির স্পন্দনে পেয়েছি জীবনের স্পন্দন,পেয়েছি প্রথম পৃথিবীর ছোঁয়া।
ওগো মা!তোমার নিরাপত্তার বেড়াজালে আজও পথচলেছি সব বাধা অতিক্রমকরে।
তোমার কাছে পাওয়া প্রথম বুলি,প্রথম বর্ণমালা,
প্রথম ঘুমপাড়ানি ছড়া আজও আমার শিরায় শিরায় বহমান।
তোমার বুকে স্তন্য এন্টিবডি হয়ে প্রহরায় রেখেছে সুস্বাস্থ্যের সুঠাম শরীর,রেখেছে প্রতিরোধের প্রাণশক্তি।
তোমার কোলের স্পর্শ ছেড়ে আজ আমি স্বাবলম্বী,
সে তো তোমারই কাতর যন্ত্রণার ফসল।
তুমি মা,আমার ভুবনের আকাশ,বাতাস আলো ভরা এক দিশা।
আমার এগিয়ে চলার নতুন জীবন বেঁধে কেমন আছো মা?
আজ বার্ধ্যক্যে দাঁড়িয়ে কতটা পেয়েছো তোমার সন্তানের আনন্দ?
খুব জানতে ইচ্ছে করে তোমায় কতোটা দিতে পেরেছি প্রতিদানের ভালোবাসা।
ভালো থেকো মা আমার,
থেকো হৃদয়ের শ্রদ্ধার আসন পূর্ণ করে---
আমার ভালোবাসায় তোমায় রাখি সুন্দরের পূজারী হয়ে।