শিক্ষা থাকলেই কি থাকবে চেতনা!
বরং চেতনাই তো শিক্ষার মূল মন্ত্রণা৷
শিক্ষা তো মুখস্থ করা ডিগ্রীধারক এক ব্যবস্থা,
চেতনাহীন সে ব্যবস্থার-- আজ কি করুণ অবস্থা৷
শিক্ষার ভেতর যদি না জন্মায় চেতনা!
চেতনা না জন্মালে বাড়বেই জীবন যন্ত্রণা৷
এম.এ-বি.এ ডিগ্রী--সব শিক্ষার ফেস্টুন?
অচেতন সব ডিগ্রিধারী শিক্ষাকে করেছে খুন ৷
শিক্ষা আনবে চেতনা সবাই জানে তাই,
শিক্ষা থাকলেই চেতনা-- তার গ্যারান্টি নাই৷
যে ছেলেটার পেটে নেই বিন্দুমাত্র কালি,
চেতনার আলোয় পায় সে হরদম হাততালি৷
যে ছেলেটা ক্লাসে হয় নি কখনো দ্বিতীয়,
চেতনার অবক্ষয়ে হয়েছে সবার নিন্দনীয়৷
চেতনা আছে যার সেই তো শিক্ষার বাহক,
শিক্ষা আর চেতনা হোক উভয়ের পরিপূরক৷৷