এক পৃথিবীর মায়া ছেড়ে চলি অন্য পৃথিবীর দিকে,

ঋণ রেখে যাই সোঁদা মাটির গন্ধ৷

গন্তব্যস্থল একটাই --

তবুও সব ভিন্ন রুটের প্যাসেঞ্জার৷

রক্ত আয়ু যতদিন ততদিন

প্রতীক্ষালয়ে প্রতীক্ষা,

সব সাজ খুলে মরণের যাত্রী সেজে

শব বাহনে পাড়ি দিতেই হবে--

তবুও আপন আপন হয়ে যাই

খেলা ভাঙার খেলা ভুলে....

------------