জন্মদিনের ঐতিহ্য বহন করে চলেছো মহামানবের সুরলোকের
শঙ্খধ্বনি,বৈশাখের আগমন বার্তা
জাগিয়ে তোলে,"আমি তোমাদেরই লোক"।
তোমার ছত্রছায়া হৃদয় মাঝে
এঁকে চলে শ্রষ্ঠার শিল্প বিন্যাস।
হৃদয়ে বেজে ওঠে 'সঞ্চয়িতার'
কাব্য সম্ভার....
মনের অশেষ অহংকারে জোড়াসাঁকো ছুটে চলে রবির
'গীতাঞ্জলি'র সাহিত্য সম্মান।
সমাজ জীবন প্রতিফলিত হয়
কবিতা,গান,ছোটেগল্প ও উপন্যাসে,ভরে ওঠে বৈশাখ
কৃষ্ণচূড়ার সৌরভে পঁচিশের বন্দনা।
হে বৈশাখ!
তোমার অকৃপণ আলোর যাত্রী হয়ে পূর্ণ হোক বিশ্ববন্দিত
বিশ্বকবির নবকল্লোলিত রবির কর।।