প্রত্যেকেরই এক একটা পৃথিবী বিদ্যমান
যেখানে আমিও ব্যতিক্রম নই৷
আমারও তিন ভাগ জল আর এক ভাগ স্থল...
যদিও আমার সুপেয় জলের শতকরা হিসেব নেই বা এতটাই নগন্য যা কাউকেও পান করার
স্বচ্ছলতা দিতে পারিনি,
তবুও একটা নিজস্ব মানচিত্রে অপেয় জলেরা উপচে পড়ে অণুশোচনার কর্কটক্রান্তি রেখায়৷
আমার স্থলভাগে কতকগুলো হৃৎপিণ্ডের দ্বীপ
ক্রমাগত ধাক্কায় ধাক্কায় অমানবিক ম্যাগমায়
পাহাড় বানায় হৃদয়ের আভ্যন্তরীন,
যে মানচিত্রে আমার শব্দ ক্ষরণ হয়
যে মানচিত্রে কবিতারা পাখা মেলতে চায়
যে মানচিত্রে নতুন পৃথিবীর নদীরা
স্রোতের ভেতর মন সাজায় আপন বেগে
আলিঙ্গনের খোলা আকাশে....