সকাল আসেনি অনেক কাল
কেবলি ক্ষান্ত বিকেল গুলো হামলে পড়ে চলেছে
শুষে নিচ্ছে সব আলো
ঘন আঁধারেরা বিঁধে চলেছে চারিপাশ
জমাট রক্তে গলে পড়ছে মন
ভেতরের পিপাসু চাহিদাগুলো বধিরতায়
অবসাদের চড়ুইভাতিতে
ভ্রমণ করে চলেছে মৃত্যুর উপত্যকায়
সব সম্পর্কগুলো
মুখের আয়নায় খুবলে নিচ্ছে জীবন
অসহায় মানবিক সূতোগুলো পাক খুলে খুলে
আলগা করছে বেঁচে থাকার প্রত্যয়
সমারোহ
শুধু বেদনা পীড়িত আগামীর প্রবাহে
সব জিজ্ঞাসার কঙ্কাল
দেখেও না দেখার অজুহাতে
ডুবছি আর ডুবে চলছি অবিরত...