একটা নিষ্পাপ মন ভরে উঠুক নতুন সূর্যের চড়া আলোয়,
পবিত্র রোদে অবশ হয়ে যাক হৃদয়ের পঁচা পুকুরের ভাসমান স্বার্থের পানা৷
এসো খনন করি এক হৃদয়ের ভিত,
ভালবাসার ইট সাজিয়ে,
আন্তরিকতার কংক্রিট সিমেন্টে গেঁথে চলি
সুন্দরের অধিষ্ঠান৷
গুঁড়ো গুঁড়ো প্রেমের অনুভূতিতে পলস্তারা হোক
মানব মন্দিরের অন্তর ও বাহিরের সম্পর্ক,
পবিত্র মনে নক্সা কেটে চলি সুন্দরের আরাধনায়৷
সুন্দরের পূজারী হয়ে উচ্চারণ করি দয়াময় বুদ্ধের---
এসো অন্যপথে দুর্গম প্রাণে পাঞ্জা লড়তে লড়তে
গড়ে তুলি হৃদয়জ মূল্যবোধের এক নব মঞ্চ,
প্রতিষ্ঠা করি অন্তরে এক পবিত্র মন্দির৷৷