সেই সকল ফেলে আসা সংসার ভোর
ঘটি হাত,মাড়ুলির গোবর ডাব৷ঈশ্বর,
তোমার আশায় আশায় বাঁচতে বাঁচতে
বালিকা বধূ৷সংসার কিভাবে সামলাতে
শিখিয়েছো তা,অবুঝ অন্ধকার কেটে
থমকে গেছি আজ৷নব্বই বসন্ত ছেটে
ঝুলে পড়া চামড়ায় এখনও মানুষ গন্ধ,
তাজমহল ভালোবাসা হৃদয়ে অন্ধ
হয়েছি প্রাণের দেবতাতে সর্বহারা--
সরল পথের পথিক জীবন স্বার্থহারা৷
আজ একাকি পাগলী মন বেশ,
কষ্ট বাঁধা খুঁট ঝুলে মাসরাজ বেশ৷
অনন্ত দুঃখের আঁচ,বিধবা বুড়ি আজ,
দুয়ারে দুয়ারে খালিপেট রেওয়াজ ৷
করুণ করুণায় স্নাত জীবন হাহাকার,
উপেক্ষিত-কষ্ট, উচ্চারণ সর্বস্ব আমার৷