হেচেক ডুম, হেচেক ডুম,
হচ্ছে আওয়াজ গুড়ুম গুড়ুম ৷

গোরুর গাড়ির ক্যাচ ক্যাচানি,
খাল ডোবেতেই হই হয়রানি ৷

হেচেক পেচেক দোল দোলানি,
জোয়াল কাঁধে পার পারানি ৷

হেচকা টানে নড়বড়ানি সব,
হেচেক ডুম হেচেক ডুম কলরব ৷

হেচকা মারে জোয়াল কাঁধে,
সুখের গাড়ি জীবন বাঁধে ৷

জীবন গাড়ী শব্দ ছকে দ্রুম দ্রুম,
চলছে দেশ হেচেক ডুম, হেচেক ডুম ৷৷