তন্ত্রের নানা কাঠামো
খিলানে খিলানে ব্যামো ৷
কঙ্কাল দেখলেই চোখে ছানি
তন্ত্রের মহল্লায় মাস্তানি ৷
যে তন্ত্রের ভেতর নেই কোন বায়োলজি
আছে শুধু শব্দ গুচ্ছের কারসাজি ৷
যে তন্ত্রের ছাদে ওড়ে অধিকারের ফেস্টুন
অন্ধ সভ্যতার চওড়া আাকাশে লেগেছে ঘূণ ৷
রন্ধ্রে রন্ধ্রে চুঁয়ে পড়ছে রাষ্ট্র
কেশ কালার বাহারী সেলুনে আবদ্ধ মাত্র৷
হাতে হাতে কব্জির স্মার্ট তন্ত্র
ক্ষমতার ম্যাগনিফিকেশনে আজ গ-ণতন্ত্র৷
বিশ্বায়ণে ঝুলছে জনগণ
এক্সটারন্যাল মেমরিতে চলছে অপহরণ ৷
সন্ধ্যা নামে ঘামের গন্ধ উজাড় হয়
পেট তন্ত্রের অন্নগলি চুপসে জড়ো হয় ৷
আন্দোলনের পেরিস্টলোসিস আজ তালুবন্দী ক্ষমতার সেল্ফ স্টার্টারে নিরীহ অভিসন্ধি ৷