যে ছেলেটা বা মেয়েটা করেছে একটা অন্যায়--
হয় চুরি কিংবা খুন,
কিংবা খেয়েছে মদ-গাঁজা ৷
অথবা বেচেছে শরীর !
তারা কি সত্যিকারের হয়েছে স্বেচ্ছায় মন্দ ?
তাদের জন্য তুমিও কি করেছো মনের দরজা বন্ধ ?
ছেলেটা বা মেয়েটার মুখ ঘিরে কি দেখেছো
হাজারো প্রশ্নের ভিড় !
কতটা অসহায় হয়ে করেছে অন্যায় ,
হয়েছে আমাদের চোখের বিষ ৷
সবাই বলবো ওরা মন্দ,
সবাই তুলবো আঙ্গুল অবহেলার তীর,
ওরা থাক এক ঘরে,
ওদের দ্যাখো না মুখ ৷
ওদেরও রক্ত বহে বুকের বামতীরে,
ওদের কেউ দিয়েছে ঝাঁপ বাঁচাতে
আমাকে বা তোমাকে ,
কিংবা আমাদের কোন শিশু প্রাণ৷
ওই মন্দ মেয়ে বা ছেলেটা
নষ্ট হয়েও দিয়েছে রক্ত
তোমার আমার কোন এক মুমুর্ষূ আত্মীয়কে ৷
ওদের মন্দ হওয়ার ব্যাথায় পেতেছো কি কান কোনদিন ?
ডেকেছো কি সহানুভূতির শব্দ ছুঁড়ে?
বাড়িয়েছো কি একটু সহানুভূতির হাত?
তবুও মন্দ কিংবা বদমাসের মেমেন্টো দিয়ে রেখে চলেছি বেশ খানিক তফাতে---
এটাই তো স্বাভাবিক আমাদের ফ্যান্সী সমাজের
উথলে ওঠা মান্যবর হিতাকাঙ্ক্ষী ৷
সমাজের বিচারহীন বিবেকহীন
স্তম্ভে পেল না সংশোধনের
একটু সহানুভুতি ৷