খুব সস্তা, সবকিছুই যেন হাতের নাগালে পাওয়া --

এতটাই সস্তার বাজারে পৌঁছে গেছি আমরা,

যেন কেউ কারোর কাছে আর মূল্যবান নই,

এভাবে সস্তার অবস্থায় এক করুণ ছবি,

অন্ধকার যেন গিলতে বসেছে বাস্তবতার গ্রীনরুমে ৷

এখন হাতের মুঠোয় মুঠো মুঠো স্বপ্ন ,

এখন স্বপ্নের ভেতর মুঠো মুঠো অন্ধকার,

চাপ চাপ লাল লাল রক্তদাগ--


এখন আর কাউকে কিছু বলা যাবে না,

কোনটা সঠিক আর কোনটা বেঠিক

সব জেনে শুনে বেঠিকটার কাছেই দাঁড়ায় সব, আর

বেঠিকটাকে সঠিক বুঝিয়ে

নিজেকে হারায়,সম্পর্কটাকে হারায়...

এভাবেই হারাতে হারাতে

কখন যে সব হারিয়ে একা হয়ে যায় সব

তখন আপন বলতে কেউ থাকে না৷


সব সস্তাকে ডাস্টবিনে উজাড় করে

একটি দিনের জন্যও যদি সবাইকে মূল্যবান মানব সম্পদ ভাববার,
সবাইকে হৃদ্যরেখায় রেখে--

একটি দিনের জন্য মূল্যবান চেতনায় শান দিতে পারতাম
একান্ত আলাপী মনের দরজায় !
---------O---------