যে দিন তোমার মনশ্চক্ষুতে
আমার সব বডিল্যাঙ্গুয়েজ
অ্যাবনরমাল মনে হলো,
সে দিনই তোমার জন্য
নতুনভাবে বাঁচলাম।
তোমার ভালোবাসার নিপুন কারিকুলামে
প্রতিদিন একটু একটু করে অ্যাডাপটেড
হতে লাগল--আমার বিশেষ চাহিদা সম্পন্ন হৃদয়।
তোমার সহনশীলতার প্রশস্ত আকাশ
যতই দেখতে থাকি,
জীবনের নীরস,রিক্ত বীজপত্র গুলো অঙ্কুরিত হতে থাকে ,
আমার অন্ধকার জানালায়।
তোমার ভালোবাসার গোপন চৌকাঠ পেরিয়ে
যেতে লাগলাম,
ছুঁয়ে যেতে লাগলাম ভরা নদীর জীবন তরঙ্গ।
তোমার অন্যমনস্কতায়--
বুকের কার্ণিশে সাজাতে লাগলাম
এক একটা ঋতু--
গ্রীষ্মের চম্পা,
বর্ষার কদম,
শরতের শিউলি,
হেমন্তের শিশির ভেজা ঘাস,
শীতের আরামপ্রদ এক টুকরো নরম সোনালী রোদ্দুর,
আর বসন্তের আগুন পলাশ হয়ে
ঋতুরাজ হলাম, হলাম তোমার মনের একচ্ছত্র সম্রাট।