আমি চাই না মেকি সভ্যতার ঠোঁট,
চাই না কামুক রাত্রির বিক্রীত জোট৷

শুধু পালিশ ঠোঁটের চুমুক দেয়া চুমু,
মনের ভেতর আগাছায় ভরা লাল শালু৷

মনের ভেতর সাজানো ঠোঁট হৃদয় জোড়া,
অন্তর হতে অন্তরে জাগে সম্পর্কের চূড়া৷

চুমুর কোলাজে উত্তাপিত জীবন টার্মিনাস,
মনের চেতনায় আভিজাত যৌবনের উচ্ছ্বাস৷

প্রেমে বাঁধানো প্রাণের কংক্রিট ভালোবাসা,
চুমুর স্পর্শে সঙ্গী জীবন করুক যাওয়া অাসা ৷