তুদের চাম্যের ফরসা রঙ,
হামদের চাম্যে কালচ্যা জঙ৷
রোদে পুড়্যা তামাট্যা বন্ন,
হামরা বেগুন পুড়্যা আর মাড়ভাতে ধন্ন৷
কাচা পরা,ঝাঁকড়া মাথা,
হামদের সপুন দ্যাখার ছ্যাঁড়া কাঁথা৷
নাই আছে অঢেল ট্যাকা,
হামদের কেবল গতর খাটা৷
তুদের মুনে এনেক আশা,
হামদের মুনের হাল্যত-- শূণ্যে ভাসা৷
সানকির ক্যাচ ক্যাচ-- ফুট্যা বাসনের ঠঙ্-ঠাঙ্,
রাতের আলোয় ব্যাথা ভুলে করি নেশা ভাঙ৷
ছেল্যা-পুল্যার নাক ভড়্ ভড়্-- বতাম খুল্যা জামা,
ছট্ গুঁজ্যে, রোজ সকালে মুড়ি ভিজাই দু-ধামা৷
যা বলবি বল তুরা, নাই কোনো লাজ,
বাবুদের বরাত খাট্যে যাওয়ায় হামদের কাজ৷
ফুলং তেলের গন্ধ মাখ্যে তুরা থাকিস ঘ্যাম,
তবু তুরা হামদের নায্য দিতে চুলকাচ্ছিস ক্যান৷৷