নাম বদনাম, মনোমালিন্য সব মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসা আজ সত্যি হোক ৷

অভাব অনটন,রাগ-বিরাগ-- সব মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসা সুখ সন্ধানী হোক৷৷

সমাজ চ্যুত,এক ঘরে-- সব মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসার বাঁধন দৃঢ় হোক৷৷

নিন্দে ভরা সমাজটা-- আজ মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসার কথা সত্যি হোক৷৷

জাত পাত,হিন্দু-মুসলিম-- সব ধর্ম মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসা ইতিহাস হোক৷৷

সাদা কালো,উঁচু নীচু--- সব তফাৎ মিথ্যে হোক,
তোমার আমার ভালোবাসা আজ সত্যি হোক৷৷