আমাদের বসবাসের চালচিত্রে এখন নেই কোন মাটির দেওয়াল,নেই কোন খড়ের চাল ৷
নেই দুব্বা ঘাসের উঠোন,নেই গোবর জলের মাড়ুলির ঘ্রাণ ৷
নেই বাবুই দড়ির খাটিয়ার কোন ভালোবাসার আভিজাত্য,
আছে সান বাঁধানো দাওয়া আর টাইলস ঘেরা
দামী মেঝের সম্পর্কহীন বাহারী সম্পদ,
আছে অর্থের প্রাচুর্যের চালচিত্র ৷
দূরে চলেগেছে বাখোলবন্দী একাত্মবোধ,
পাড়া আজ আপন বাহারী গেটে শুনশান৷
হারিয়ে চলেছি অভাবী বসবাসের স্বর্গসুখ,
অনর্গল ছুটে চলেছি আপন স্বার্থের বসবাসের ঠিকানায়....