আমি কান খুললেই যে তরঙ্গ অনুভব করি,
ঠোঁটের প্রসারণ ঘটিয়ে মাকে ডাকি,
প্রিয়জনের কন্ঠস্বর ভরে সাড়া দিই,
সে আমার বাংলা ভাষা।
আমরা যে জয়ধ্বনিতে দেশের পতাকা তুলি,
যে ভাষাতে মায়ের আঁচল ভরি,
যে আর্তনাদে সংগ্রাম করে বাঁচি,
সে আমাদের বাংলা ভাষা।
তোমরা যে ভাষাতে ভালোবাসার বীজ ছড়াও,
যাঁদের স্মরণে একুশে ফেব্রুয়ারী গর্ব করো,
যাঁদের অনুভূতিতে আমাদের ভাষা স্বীকৃত,
সে আমাদের বাংলা ভাষা।
যে ক্রন্দনে আমরা মায়ের আঁচল ঢাকি,
যে উপলক্ষে পালন করি ভাষা দিবস,
যাঁদের রক্ত ঝরা দিনের ব্যাথা অনুভব করি,
তারই নাম বাংলা ভাষা।
যে ভাষায় ঐক্যবদ্ধ হই বাঙালীর পরিচয়ে,
যেখানে প্রথম বুলি ফোটাও আধো আধো সুরে,
যেখানে ছেলে ভোলানো ছড়ায় বেড়ে ওঠো,
সে আমাদেরই বাংলা ভাষা।।