তুমি সূর্য হয়ে তপ্ত করেছো শীতল শরীর
সব আঁধার কাটিয়ে দিয়েছো পথ আলোর৷
তুমি চাঁদ হয়ে দিয়েছো চাঁদের জ্যোৎস্না মাখিয়ে
চাঁদের হাসি মেখেছো আদরে দুঃখ যত সরিয়ে ৷
তুমি পৃথিবী হয়ে দিয়েছো নিঙড়ে জীবনের সম্পদ
পৃথিবীর বুকে তুমি আঙুল ধরে হাঁটিয়েছো প্রতি পদ৷
তুমি জল হয়ে মিটিয়েছো পিপাসা প্রতি ক্ষণে
আশীর্বাদের জলধারা বহমান সকল সন্তানে৷
তুমি বটবৃক্ষ হয়ে দিয়েছো ছায়া অনর্গল
তোমার ছায়ায় বেড়ে ওঠে যত সন্তানদল৷
পেয়েছো কি পাওনি কিছু সন্তান প্রতিদান
বাবা হয়ে নেইকো তোমার মান অভিমান৷
শুধু চেয়েছো মনে মনে সন্তানেরা থাক "দুধে ভাতে"
সন্তানের সংসারে দুঃখ পেলেও ভাঙেনা মন তাতে৷
হাজারো বায়না মিটিয়ে তুমি করেছো সন্তান সুখ
বাবা হয়ে তুমি চাইবে দেখতে সন্তানের হাসি মুখ৷
বাবার প্রতি করে থাকে যদি সন্তনেরা অবিচার
সব সন্তানের হয়ে তোমার প্রতি জানাই নমস্কার৷৷