যা পাই নি আর যা পাবো না বলে
থেমে আছি এতোকাল,
এতোকাল পালন করতে পারিনি
আাশার ভেতর ঘরোয়া চাওয়া পাওয়াকে ৷
একটুকরো আকাশ খসানোর স্বপ্নকে
প্রশ্রয় দিতে চাওয়াকে ধৃষ্টতা বলেছি বহুবার,
বলেছি শুধু নদীকে
বলেছি নদীর আত্মকথায়
সূর্যের সাথে,
কখনও বা মনমরা অমাবস্যার অন্ধকারে ৷
ভেতরের জন্মবীজে অঙ্কুরেরা
দিবারাত্র লড়াইয়ের কবিতায় কলমের
ফলা চিরে যায় এক একটা অন্ধকার কে....