তোমাকে কাছে টানি গ্রীষ্মের
সুরভিত প্রতিটি চম্পায়,
আমাকে প্রখর দুপুর ভেবে আড়াল
রাখো রঙিন ছাতায়৷
আমি কদম ভেবে আঁকড়ে
থাকি প্রতি বর্ষায়,
বাদল দিনে সজল নামে
ডেকেছো কি আমায়?
আমাকে পারলে না শরৎ বলে
কাছে ডাকতে,
তোমায় শিউলি বলে ঢেকে রাখি
বুকের শরৎ মেঘেতে৷
আমাকে শিশির হতে দিলে না
তোমার হৃদয় ঘাসে,
হৈমন্তী হয়ে সর্বদাই থাকো তুমি
আমার বুকের বাম পাশে৷
আমাকে শীতল ভেবে তোমার প্রাণে
নিলেনা শীতের পরশ,
আমার শীতে বাগিচা ভরা গাঁদার মাঝে
শুধু তোমারই হরষ৷
আমাকে পলাশ ভাবতে পারলেনা
কোনো ফাগুনেই,
কাটাও কেমনে আগুন রাঙা ফাগুনের
কাল গুনেই৷