আমার আমার করলে তবে বাড়বে শুধুই যন্ত্রণা,
আড়ালে তার লুকিয়ে থাকে হৃদয়ের কু-মন্ত্রণা ;
সবার মাঝে বিলিয়ে দিলে শান্তি-সুধায় যায় ভরে,
কেন তবে মরছি মোরা (শুধু) আমার আমার করে!
অভাব আছে সবার মাঝে দেখো দুচোখ খুলে,
নীচের দিকে তাকিয়ে দেখো, যাবে দুঃখ ভুলে ;
তোমার চেয়েও অভাবী যে তাকালে তার দিকে--
নিজের অভাব-বোধটা তখন হয়েই যাবে ফিকে ।
চাওয়া-পাওয়া ছেড়ে দিয়ে ওদের করো সুখী ,
তাকিয়ে দেখো তোমার চেয়েও কত আছে দুখী !
তাদের কথা ভাবলে মনে বিষাদ যাবে কমে,
নিজের অভাব ভাববে যত,বাড়বে ততই ক্রমে।
আত্মত্যাগে পরম শান্তি, যে করে সেই জানে ,
মহান যারা তাঁরাই জানেন ত্যাগী হওয়ার মানে ;
মানব-প্রেমের দিশারী যে,স্বার্থ ত্যাগ সে করে,
প্রাতঃস্মরণীয় তাঁরা এই বিশ্ব-চরাচরে ।
আত্মত্যাগের আনন্দে কেউ করলে অবগাহন---
থাকেনা তার মনে অসুখ,থাকেনা তো দহন ;
অনাবিল প্রশান্তিময় আত্মত্যাগীর হৃদয় ,
সকল দুখ, সকল ব্যথা (তাঁরা) করতে পারে জয়।
==========