স্বর্গ এসে ত্যাগের দেশে গড়ে নিজ বসবাস ,
সেই নন্দনে সঞ্চারিত হয় শান্তির নির্যাস ।
অহম্-ত্যাগে সমৃদ্ধ হয় জীবনের ইতিহাস ,
তার প্রতিচ্ছবি ভোগীর কাছে যাতনার পরিহাস ;
ত্যাগ যেন এক সুগন্ধি ফুল বিকশিত যেটি সবে- - -
শান্তি সুরভি ছড়ায় হৃদয়ে চিরদিন গৌরবে ।
শান্তিই সুধা শান্তিই স্বর্গ হৃদয়েতে যার বাস ,
পাওয়া যায় শুধু আত্মত্যাগে শান্তির অবকাশ ;
স্নিগ্ধ শান্তির পরশ লভিতে তারাই সেবায় রত,
পরোপকারে লভিয়া শান্তি দেশপ্রেমী হয় কত !
ভোগবাদী যারা সেবার নামে লুঠে নেয় শুধু স্বার্থ ,
পায়না তারা শান্তির ছোঁয়া ,নেই তাতে পরমার্থ ;
সুখের মোহে জর্জরিত ভোগবাদী বিলাসীরা ,
শান্তির ধারা কত যে মধুর জানে কি ভোগবাদীরা?
পরার্থপরতায় কত আনন্দ ভোগবাদী জানেনা তা,
শান্তির কোঠা শূন্য তাদের , শূন্য জীবন-খাতা ;
বিপদে-আপদে ঝাঁপ দিয়ে যারা বাঁচায় অন্য প্রাণ--
শান্তি-আনন্দ হৃদয়ে তাদের গায় শুধু জয়গান ।
রামমোহন আর বিদ্যাসাগর, রবি ও বিবেকানন্দ,
শান্তির দূত মাদার টেরেজা,নেতাজী দিয়েছে গন্ধ--
চন্দন সম পিষ্ট হয়েছে শান্তির পেষণিতে ,
মানুষের মনে বার্তা দিয়েছে উদার প্রশান্ত চিতে ।
সুখেতে লুব্ধ-- বিষাক্ত মোহ ব্যর্থ শান্তি পেতে ;
ত্যাগী মন হেথা,স্বর্গ গড়ে,জীবনে আনন্দ পেতে।
====সমাপ্ত====