তস্করের আস্তাবলে বেলাগাম অশ্ব-চোরের দল,
খোঁয়াড়ে আটক কিছু,ভয়ে করে কিছু ছটফট!
সহিসও অস্থির চিত্তে, ভয়ে তার মন টলমল,
ঘষা-মাজা করে যায় দিন-রাত ভণ্ডামির ঘট ।

তুতো ভাইদের রক্ষা কল্পে শান দেয় সে শুধু অস্ত্রে,
ছুঁড়বার কাদা তার কোনোদিন হবেনা নিঃশেষ ,
কাদা ঘেটে কর্দম লেপটে গেছে তার সাদা বস্ত্রে ,
তস্কর নিয়ে,এত বড় খেলা তার ,হবেনা কি শেষ?

রকমারি চৌর্যবৃত্তি ,অলি-গলি সব চুরি করে ,
চৌকিদারও তস্কর, চোর ধরার নেই কোনো লোক;
নোংরা,কূট নিয়ে কারবার তার সারাটা জীবন ধরে,
ছলনার চাতুর্য নিয়ে সদাই করে যায় মিথ‍্যে স্তোক।

যথেচ্ছ চুরি করে' মাতৃভাণ্ডার করছে শুধুই খালি,
চৌর্যবৃত্তির টাকা ছড়ায় গুণ্ডাদের গোপন আস্তানায়,
কৃত্রিমতার অভিনয়ে বসংবদকে উঠতে বসতে গালি,
তস্করদের রক্ষা-কল্পে সত‍্য রূপে মিথ‍্যাকে চালায় ।

তস্করের দলকে সদা আড়াল করার প্রকট প্রচেষ্টা,
মত্ত করে রাখবে বলে উজাড় করে দেয় সোমরস ;
প্রতিহিংসায় মণ্ডিত লোভ, কোথায় পৌঁছাবে শেষটা।
শুধু ভাবে কেমন করে তস্করদের রাখতে হবে বশ ।

                     ====সমাপ্ত====