আলোর উৎস পার্থিব জগতে সুদূরের দিবাকর,
পৃথিবী জননী , দিবাকর পিতা , তারাই সৃষ্টিধর ;
পিতা দেয় তেজ-মরুৎ-ব্যোম,মাতা দেয় ক্ষিতি-অপ,
তাদেরকে ঘিরে হোক আমাদের বন্দনা আর তপ।
পঞ্চ ভূতেতে গড়া এ দেহ---জীব জগতের সব ,
ঐশি শক্তি চেতনা দিয়েছে, তাই করি কলরব ;
প্রকৃতি থেকে প্রাণ-বায়ু আসে, সেখানেই চলে যায়,
আনন্দে হাসি, কাঁদি কখনো বিষাদে ও বেদনায় ।
দিবাকর নিভে যাওয়ার আগেই পৃথিবী স্তব্ধ হবে,
অন্ধকারের কালো গহ্বরে জীব আর কোথা রবে!
এক লহমায় শেষ হয়ে যাবে পৃথিবী-সৌরলোক,
রবে না বিশ্বে,সৌরজগতে কোথাও এ আলোক।
যেহেতু সূর্য স্বয়ম্ভু নয়,(তাই) একদিন হবে লয়,
শূন্যতা ছাড়া এ মহা বিশ্বে চিরস্থায়ী কিছু নয় ;
যতই নিষ্ঠুর হোক না সত্য, তবুও তা ভবিতব্য,
সৃষ্টি হওয়ার অনেক পরেই পৃথিবী হয়েছে সভ্য ।
সভ্যতা আজ কেড়ে নিতে চায় সৌরজগতটাকে,
সৌর শক্তি তটস্থ আজ, কী করে সে সুখে থাকে!
সৌর লোকের ওজন স্তর আক্রান্ত হয়েছে সবে ,
ত্বরান্বিত হবে ধ্বংসের দিন বেপরোয়া উৎসবে ।
=========